ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা গুলি হল-
1) অন্যান্য তরলের তুলনায় বিশুদ্ধ পারদ সহজলভ্য।
2) পারদ চকচকে ও অস্বচ্ছ হবার দরুন কাচের ভিতর দিয়ে স্পষ্ট লক্ষ্য করা যায়।
3) বিশুদ্ধ পারদ কাচকে ভেজায় না বা কাচনলে আটকে থাকে না, ফলে পাঠ গ্রহণে সুবিধা হয়।
4) অন্যান্য তরলের তুলনায় বিশুদ্ধ পারদ কম উদবায়ী।
5) চাপের সঙ্গে বিশুদ্ধ পারদের আয়তন প্রসারণ অত্যন্ত নিয়মিত।
6) পারদের ঘনত্ব (13.6g/cm3) বেশি হওয়ার জন্য পারদ স্তম্ভের উচ্চতা খুব বেশি হয় না ফলে 1 মিটার দৈর্ঘ্যের কাচ নলের সাহায্যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করা সম্ভব।
7) বিশুদ্ধ পারদের হিমাঙ্ক (-390C) ও স্ফুটনাঙ্গ (3570C) এর মধ্যে উষ্ণতার বিস্তীর্ণ ব্যবধান থাকার জন্য পারদ তরল হিসেবে থাকে।
8) ব্যারোমিটারে কাচনলে পারদস্তম্ভের উপরে থাকা পারদ বাষ্পের চাপ খুব কম হওয়ার জন্য, তা কখনোই প্রকৃত পাঠকে প্রভাবিত করে না।