বায়ুর চাপ আবহাওয়ার পূর্বাভাস নির্দেশ দেয়। ব্যারোমিটারের সাহায্যে কোন সময়ে আবহাওয়া কি রূপ হতে পারে তার পূর্বাভাস জানতে পারি –
1) পারদস্তম্ভর উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে:
ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে ওই স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে ওই স্থানে বায়ুর ঘনত্বও কমে যায়। ফলে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকে।
2) পারদ স্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস পেলে:
ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস পেলে বুঝতে হবে বায়ুতে হঠাৎ জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। হলে উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে নিম্নচাপ যুক্ত অঞ্চলে ছুটে আসবে এবং ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
3) পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে:
ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে ওই স্থানে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
4) পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ বৃদ্ধি পেলে:
ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ বৃদ্ধি পেলে বোঝা যায় ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে। ফলে বোঝা যায় সাময়িকভাবে ওই স্থানের আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। প্রবল বেগে শুকনো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।
ব্যারোমিটারের পাঠ | কী বুঝব | আবহাওয়া কি হতে পারে |
ধীরে ধীরে হ্রাস পেলে | বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে | বৃষ্টিপাতের সম্ভাবনা আছে |
দ্রুত হ্রাস পেলে | বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ হঠাৎ বৃদ্ধি পেয়েছে | ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে |
ধীরে ধীরে বৃদ্ধি পেলে | বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে | আবহাওয়া রৌদ্রজ্জ্বল, শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে |
হঠাৎ বৃদ্ধি পেলে | বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে | আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। প্রবল বেগে শুকনো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে |