পৃথিবীতে অবস্থিত আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার জন্ম ও গঠন প্রণালী বিভিন্ন প্রাকৃতিক শক্তি (ক্ষয়, গঠন, বহন) প্রভৃতির মাধ্যমে যে চক্রাকার পদ্ধতিতে আবর্তিত হয় সেই চক্রাকার পদ্ধতিকে বলা হয় শিলাচক্র।
1) আগ্নেয় শিলা থেকে পাললিক ও রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত অংশগুলি বিভিন্ন পরিবহনকারী শক্তির মাধ্যমে সমুদ্র বা জলাশয় এর তলদেশে পাললিক শিলার সৃষ্টি করে।
আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশিষ্ট রূপে রূপান্তরিত শিলার সৃষ্টি করে।
2) পাললিক শিলা থেকে আগ্নেয় ও রূপান্তরিত শিলা
পাললিক শিলার মধ্য দিয়ে যখন ম্যাগমার উদগীরণ ঘটে সেই ম্যাগমার দ্বারা আগ্নেয় শিলার সৃষ্টি হয়।
পাললিক শিলা যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় তখন পাললিক শিলার যে অবশিষ্টাংশ রয়ে যায় তা রূপান্তরিত শিলায় পরিণত হয়।
3) রূপান্তরিত শিলা থেকে আগ্নেয় ও পাললিক শিলা
রূপান্তরিত শিলার মধ্য দিয়ে যখন ম্যাগমার উদগীরণ ঘটে তখন রূপান্তরিত শিলা আগ্নেয় শিলায় পরিণত হয় ।
বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়, এই ক্ষয়প্রাপ্ত শিলার অংশগুলি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে।