জার্মান শব্দ ‘Loss‘ এর অর্থ হল ‘সূক্ষ্ম পলি‘।
প্রবল বায়ু প্রবাহ দ্বারা মরু ও মরু প্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম বালুকণা পরিবাহিত হয়ে বহুদূরে কোন নিচুস্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে এরূপ ভূমিরূপ কে ‘অ্যাডব‘ ও মধ্য ইউরোপে ‘লিমন‘ নামে পরিচিত।
উদাহরণ:
মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দ্বারা সূক্ষ্ম পিত বর্ণের খনিজ সমৃদ্ধ বালু ও পলিকণা বাহিত হয়ে উত্তর চীনের হোয়াং হো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গঠিত করেছে।