ঔপনিবেশিক শাসনের আগে থেকেই ভারতের আদিম জনগোষ্ঠী মুন্ডাদের মধ্যে জমির মালিকানা বিষয়ক একটি বিশেষ প্রথা প্রচলন ছিল।
এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে তাদের পূর্বপুরুষদের জমি যৌথ মালিকানা ভোগ করতো। একে খুৎকাঠি প্রথা বলা হয়।
- কিন্তু ভারতে ব্রিটিশ শাসন প্রবর্তিত হবার পর আদিবাসীদের এই চিরাচরিত আদিম ভূমিব্যবস্থার অবসান ঘটে।
- নতুন আইন প্রবর্তনের মাধ্যমে ইংরেজ সরকার আদিবাসীদের নিজস্ব আইন শাসন বিচার ব্যবস্থা ও জমি ব্যবস্থা আমূল পাল্টে ফেলে।
- এর ফলস্বরূপ বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮ ৯৯ – ১৯০০ সাল নাগাদ আদিবাসী মুন্ডারা শক্তিশালী বিদ্রোহ শুরু করে যা উলঘুলান বা মুন্ডা বিদ্রোহ নামে খ্যাত।
- অবশেষে ১৯০৮ খ্রিস্টাব্দে ছোটনাগপুর টেন্যান্সি অ্যাক্ট -এর মাধ্যমে মুন্ডাদের খুৎকাঠি প্রথা পুনঃপ্রবর্তিত হয়।