মাইটোসিস ও মিয়োসিস এর পার্থক্যগুলি হল-
বিষয় | মাইটোসিস | মিয়োসিস |
স্থান | মাইটোসিস দেহ মাতৃকোষে সংঘটিত হয়। | মিয়োসিস জনন মাতৃকোষ রেনু মাতৃকোষ এবং কখনো কখনো ভ্রুণানুতে সংঘটিত হয়। |
কোষের প্রকৃতি | এই প্রকার কোষ বিভাজন হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড কোষে ঘটে। | এই প্রকার কোষ বিভাজন সর্বদা ডিপ্লয়েড কোষে ঘটে। |
নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন সংখ্যা | মাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়। | মিয়োসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। |
অপত্য কোষের সংখ্যা | অপত্য কোষের সংখ্যা দুটি। | অপত্য কোষের সংখ্যা চারটি। |
অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্য | মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ কোষের সমান হয়। | মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। |
ইন্টারফেজ দশা | মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশা থাকে। | মিয়োসিস-I এর পূর্বে ইন্টারফেজ দশা থাকলেও মিয়োসিস-II এর পূর্বে ইন্টার পেজ নাও থাকতে পারে। |
বিভাজনের জটিলতা | মাইটোসিস বিভাজন তুলনামূলক ভাবে সরল প্রকৃতির। | মিয়োসিস বিভাজন যথেষ্ট জটিল প্রকৃতির হয়। |
বিভাজনের দীর্ঘতা | এই বিভাজন তুলনামূলকভাবে দ্রুত হয়। | এই বিভাজন সম্পন্ন হতে অপেক্ষা বেশি সময় লাগে। |
বিভাজনের প্রকৃতি | এই প্রকার বিভাজন সর্বদাই সম বিভাজন। | মিয়োসিস-I হ্রাস বিভাজন কিন্তু মিয়োসিস-II হল সম বিভাজন। |
সমসংস্থ ক্রোমোজোমের জোড় গঠন | মাইটোসিসে সমসংস্থ ক্রোমোজোমের জোড় গঠিত হয় না। | মিয়োসিসে সমসংস্থ ক্রোমোজোমের জোড় গঠিত হয়। |
কাজ | কোষের সংখ্যা বৃদ্ধি, ক্ষতস্থান নিরাময় দেহের সামগ্রিক বৃদ্ধি। | প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা এবং নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটিয়ে বিবর্তনে সাহায্য করা। |
বিভাজনের সরল রূপ |