বাজাদা কাকে বলে ? বৈশিষ্ট্য

বাজাদা বা বাহাদা হল একটি স্প্যানিশ শব্দ যার অর্থ ‘ঢাল‘।

বাজাদা

মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় সীমান্ত থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত জলধারা ও বায়ু দ্বারা বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে অল্প ঢালু সমভূমি সৃষ্টি হয় তাকে বাজাদা বলে।

উৎপত্তি

মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারা দ্বারা পেডিমেন্ট অঞ্চল থেকে সূক্ষ্ম পলি, বালি ঢাল বরাবর বিধৌত ও বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে বাজদার উৎপত্তি ঘটে।

বৈশিষ্ট্য

১) বাজাদা মূলত সূক্ষ্ম পলি, বালি ও নুড়ি দ্বারা সৃষ্টি হয়।

২) এটি মরু অঞ্চলে জল ও বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। 

৩) বাজাদা পেডিমেন্ট ও প্লায়া হ্রদের মাঝখানে সৃষ্টি হয়।

৪) এটি একেবারে মৃদু ঢাল যুক্ত হয়।

উদাহরণ

সাহারা, কালাহারি, আটলাস পর্বতের পাদদেশে ও ভারতের থর মরুভূমিতেও এই রূপ অসংখ্য বাজাদা গড়ে উঠেছে।

 

বাজাদা - বাজাদা কি - বাজাদা সমভূমি
বাজাদার অবস্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *