ভারতের গম উৎপাদক রাজ্য সমূহ

বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গম উৎপাদনকারী দেশ। ভারতে সাধারণত শীতকালীনবাসন্তিক এই দু-ধরনের গমের চাষ করা হয়ে থাকে। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গম উৎপাদনের প্রাধান্য বেশি। ভারতে উল্লেখযোগ্য গম উৎপাদক অঞ্চল গুলি হল-

1) উত্তর প্রদেশ

ভারতে গম উৎপাদনে উত্তরপ্রদেশ শীর্ষস্থান অধিকার করে। 2021 থেকে 22 বর্ষে এই রাজ্যের মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 33.95 মিলিয়ন টন। ভারতের উৎপাদিত মোট গমের প্রায় 31% এই রাজ্যে উৎপাদিত হয়ে থাকে।

অঞ্চল সমূহ

অঞ্চল সমূহগুলি হল- মিরাট, সাহারানপুর, মোরাদাবাদ, মুজাফফরনগর, খেরি, গোন্ডা, রামপুর প্রকৃতি জেলা।

2) মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ ভারতে গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। 2021 থেকে 22 বর্ষে এই রাজ্যের মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 22.45 মিলিয়ন টন। ভারতে মোট উৎপাদিত গমের প্রায় 21% উৎপাদিত হয়ে থাকে।

অঞ্চল সমূহ

এই রাজ্যের হোসাঙ্গাবাদ, সগর, বিদিশা, রাইসেন, গোয়ালিয়র, গুনা, সাতনা, মোরেনা, শিহোর, ভীন্দ, উজ্জয়ন, ছতরপুর, ইন্দোর প্রভৃতি জেলা।

3) পাঞ্জাব

গম উৎপাদনে পাঞ্জাব ভারতের তৃতীয় স্থান অধিকার করে। 2021 থেকে 22 বর্ষে এই রাজ্যের মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 14.82 মিলিয়ন টন। ভারতে গম উৎপাদনে এই রাজ্য প্রায়
13% উৎপাদন করে থাকে।

অঞ্চল সমূহ

ফিরোজপুর, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্দা, পাতিয়ালা, অমৃতসর, গুরুদাসপুর প্রভৃতি জেলা।

4) হরিয়ানা

2021 থেকে 22 বর্ষে হরিয়ানার মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 10.45 মিলিয়ন টন, যা ভারতের গম উৎপাদনের প্রায় 11%।

অঞ্চল সমূহ

কর্নাল, কুরুক্ষেত্র, সোনেপত, ঝিন্দ, কৈথাল, পানিপথ প্রভৃতি জেলা।

5) রাজ্যস্থান

2021 থেকে 22 বর্ষে হরিয়ানার মোট গম উৎপাদনের পরিমাণ ছিল 9.48 মিলিয়ন টন, ভারতীয় গম উৎপাদনের প্রায় 9%।

অঞ্চল সমূহ

এই রাজ্যের উল্লেখযোগ্য গম উৎপাদনকারী জেলাগুলি হল- ভরতপুর, গঙ্গানগর, হনুমানগড়, কোটা, জয়পুর, উদয়পুর, পালি প্রভৃতি

এছাড়াও অন্যান্য রাজ্য গুলি হল-

6) বিহার

পূর্ণিয়া, মুঙ্গের, ভোজপুর, চম্পারন, তোতাপুর, সারণ।

7) গুজরাট

রাজকোট, মহেশানা

8) পশ্চিমবঙ্গ

মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর

9) মহারাষ্ট্র

জলগাঁও, অমরাবতী।

10) উত্তরাখণ্ড

নৈনিতাল, দেরাদুন।

ভারতের গম উৎপাদক অঞ্চল সমূহ - গম উৎপাদক রাজ্য - চিত্র - ম্যাপ
ভারতের গম উৎপাদক অঞ্চল সমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *