গ্রিক শব্দ Suzugos থেকে Syzygy কথাটি এসেছে, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এর অর্থ হলো যোগবিন্দু।
সংজ্ঞা:
চন্দ্র এবং পৃথিবী নিজেদের আপন কক্ষপথে সূর্যের চারিপাশে প্রদক্ষিণ করছে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্য, পৃথিবী ও চন্দ্রের কেন্দ্রবিন্দু একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি (Syzygy) বলে।
শ্রেণীবিভাগ:
সিজিগি’কে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। যথা
1) সংযোগ:
অবস্থা তিথিতে যখন সূর্য ও চন্দ্র পৃথিবীর একটি পাশে অবস্থান করে তখন তাকে সংযোগ অবস্থান (Conjunction) বলে।
2) প্রতিযোগ:
পূর্ণিমা তিথিতে চন্দ্র এবং সূর্যের মাঝখানে পৃথিবী অবস্থান করলে তাকে প্রতিযোগ অবস্থান (Opposition) বলে।

প্রভাব:
সিজিগি অবস্থানের ফলে চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণ বলে দরুন জোয়ার ভাটা তীব্রতা বৃদ্ধি পায়, যা ভরা কোটাল নামে পরিচিত।