সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো

সমুদ্রের উপরিভাগে একমুখী প্রবাহমান জলরাশিকে সমুদ্রস্রোত বলে। এই সমুদ্রস্রোত সৃষ্টির পেছনেও অনেকগুলি কারণ বর্তমান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল-

(1) নিয়ত বায়ু প্রবাহ

সারাবছর একই দিক থেকে যে বায়ু প্রবাহিত তাকে নিয়ত বায়ু বলে। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে নিয়ত বায়ুপ্রবাহই সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। নিয়ত বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোতের গতি লক্ষ্য করলে দেখা যায়,নিহত বায়ুর যে পথে প্রবাহিত হয়, সমুদ্রস্রোতে ও একই দিকে প্রবাহিত হয়।

যেমন

  • উত্তর গোলার্ধে যে সমস্ত স্থানে আয়নবায়ু প্রবাহিত হয়, সেই সমস্ত স্থানে উত্তর -পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে থেকে নিরক্ষরেখার দিকে সমুদ্রস্রোত প্রবাহিত হতে থাকে।
  • যে সমস্ত স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, সেই সমস্ত স্থানে পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হতে থাকে।
  • আবার মেরুঅঞ্চলে সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।
সমুদ্রস্রোত সৃষ্টির কারণ - সমুদ্রস্রোত সৃষ্টিতে নিয়ত বায়ুর প্রবাহ
সমুদ্রস্রোত সৃষ্টিতে নিয়ত বায়ুর প্রবাহ

(2) পৃথিবীর আবর্তন গতি

নিজের আবর্তন গতির জন্য পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে। পৃথিবীর আবর্তনের জন্য ফেরেলের সূত্র অনুসারে উত্তরগোলার্ধে – ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয় ঠিক সেই রূপ সমুদ্রস্রোতও নিরক্ষরেখা থেকে উত্তর-দক্ষিণে সরাসরি প্রবাহিত হতে না পেরে এই সূত্রকে মেনে উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিক বেঁকে প্রবাহিত হয়।

(3) সমুদ্রের জলের উষ্ণতার তারতম্য

সূর্যরশ্মি সমুদ্র পৃষ্ঠের কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে কিরণ দেয়, সূর্য রশ্মির এই পতনকোণের তারতম্যের জন্য পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন স্থানে উচ্চতার তারতম্য ঘটে, যেমন নিরক্ষীয় অঞ্চলে জলরাশি অধিক উত্তপ্ত ও মেরু অঞ্চলের জলরাশি অপেক্ষাকৃত শীতল হয়।

এই উষ্ণতার তারতম্যের জন্য তুলনামূলকভাবে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জলরাশি বহিঃস্রোতরূপে মেরু অঞ্চলের দিকে, এবং মেরু অঞ্চলের জলরাশি অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ - সমুদ্রের জলের উষ্ণতার তারতম্য সমুদ্রস্রোত সৃষ্টি
সমুদ্রের জলের উষ্ণতার তারতম্য সমুদ্রস্রোত সৃষ্টি

(৪) সমুদ্র জলের লবনতা ও ঘনত্বের তারতম্য

সমুদ্র জলে লবণের পরিমান সর্বত্র সমান নয়। ফলে জলরাশির ঘনত্বও ভিন্ন প্রকৃতির হয়-
যেই স্থানে লবণতার পরিমাণ বেশি সেখানে ঘনত্ব বেশি। যেখানে লবনতার পরিমাণ কম সেখানে ঘনত্ব কম।

এই লবনের তারতম্যর ফলেও সমুদ্রস্রোতের সৃষ্টি হয় ।
লবনতার সমতা ফেরানোর জন্য সমুদ্রের কম লবণাক্ত হালকা জল সমুদ্রের উপরের অংশ দিয়ে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বহিঃস্রোত হিসেবে প্রবাহিত হয়।

আবার সমুদ্রর বেশী লবণাক্ত ভারী জল কম লবণাক্ত হালকা জলের দিকে অন্ত :স্রোত হিসেবে প্রবাহিত হয়।

  • যেমন- আটলান্টিক মহাসাগরের কম লবণাক্ত হালকা জল বহিঃস্রোত রূপে ভূমধ্যসাগরের দিকে আবার ভূমধ্যসাগরের বেশি লবণাক্ত ভারী জল আটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হয়।

(5) উপকূলের ভূমি ভাগের আকৃতি

বিভিন্ন মহাদেশ বা স্থলভাগের আকৃতি বিভিন্ন ধরনের এর ফলে বিভিন্ন মহাদেশের উপকূলভাগ, বদ্বীপপুঞ্জে সমুদ্র স্রোত প্রতিহত হয়ে সমুদ্র স্রোতের দিকের পরিবর্তন ঘটে এবং নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।

যেমন

  • আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের কেপ ডি সাও রক এ বাধাপ্রাপ্ত হয়ে ব্রাজিল স্রোতের উৎপত্তি ঘটায়।বিভিন্ন মহাদেশ বা স্থলভাগের আকৃতি বিভিন্ন ধরনের এর ফলে বিভিন্ন মহাদেশের উপকূলভাগ, বদ্বীপপুঞ্জে সমুদ্র স্রোত প্রতিহত হয়ে সমুদ্র স্রোতের দিকের পরিবর্তন ঘটে এবং নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
  • যেমন- আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের কেপ ডি সাও রক এ বাধাপ্রাপ্ত হয়ে ব্রাজিল স্রোতের উৎপত্তি ঘটায়।
সমুদ্রস্রোত সৃষ্টির কারণ - সমুদ্রস্রোত সৃষ্টিতে উপকূলের ভূমি ভাগের প্রবাহ
সমুদ্রস্রোত সৃষ্টিতে উপকূলের ভূমি ভাগের প্রবাহ

(6) বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থল

বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলে জলপ্রবাহ নিয়ন্ত্রিত হয়ে নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।তবে এই ধরনের সমুদ্রস্রোতের ব্যাপকতা খুব বেশি হয় না। সাধারণত এগুলি সাময়িক স্রোত হিসেবে প্রবাহিত হয়।

(7) বরফের গলন

হিমবাহ গলনের ফলে যেখানে যেখানে জলরাশির পরিমাণ বৃদ্ধি পায়, জলের সমোচ্চশীলতাধর্মের দরুন স্বাভাবিকভাবে উচ্চ জলতল যুক্ত অঞ্চল থেকে জলরাশি নিম্নতযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং সমুদ্রস্রোত সৃষ্টি করে।

(8) সামুদ্রিক শৈলশিলার উপস্থিতি

সমুদ্রস্রোতের গতিপথে সামুদ্রিক শৈলশিরা অবস্থান করলে সমুদ্র স্রোত প্রতিহত হয়ে স্রোতের গতিবিধি পরিবর্তিত হয়।

(9) বৃষ্টিপাত

নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত হবার কারণে জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়। হলে ওই অঞ্চলের জলরাশি বহি স্রোত রূপে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *