সমোচ্চশীলতা ধর্ম ও আর্টেজীয় কূপ কিভাবে গঠিত হয়

আর্টেজীয় কূপ জলের সমোচ্চশীলতা ধর্মের একটা উদাহরণ।

সমোচ্চশীলতা ধর্ম

জল একই তলে থাকতে চায়। বিভিন্ন আকার ও আয়তনের কয়েকটি পরস্পর সংযুক্ত পাত্রের কোন একটিতে তরল থাকলে, সবকটি পাত্রে তরল সমান উচ্চতায় উঠে আসে।

জলের এই ধর্মকে সমোচ্চশীলতা ধর্ম বলে।

আর্টেজীয় কূপ গঠন

ফ্রান্সের আর্তোয়েস এলেকায় ১১২৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম আর্টেজীয় কূপ খনন করা হয় বলে এর নাম আর্টেজীয় কূপ।

ভূত্বক কতগুলি শিলাস্তর দিয়ে গঠিত। এর মধ্যে কতগুলি শিলা স্তর যেগুলি বালি, বালি মাটি, ছোট নুড়ি,পাথর দিয়ে গঠিত তাদের মধ্যে জল প্রবেশ করতে পারে। এদের বলে প্রবেশ্য শিলাস্তর

আর কতগুলি শিলা স্তর আছে যেগুলি স্লেট পাথর দিয়ে গঠিত তাদের মধ্যে জল প্রবেশ করতে পারে না। এগুলিকে বলা হয় অপ্রবেশ্য শিলাস্তর

কোন কোন স্থানে দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে একটি প্রবেশস্তর অর্ধচন্দ্রাকারে বাঁকানো অবস্থায় থাকে।

এর দু প্রান্ত ভূপৃষ্ঠের উপর পর্যন্ত বিস্তৃত হয় এবং প্রবেশ্য শিলাস্তরের মুখ ভূপৃষ্ট পর্যন্ত উন্মুক্ত অবস্থায় থাকে।

বৃষ্টির জল ওই দুই উন্মুক্ত প্রান্ত দিয়ে চুইয়ে এই প্রবেশ্য শিলাস্তরে জমা হয়, এর উপরে ও নিচে অপ্রবেশ স্তর থাকায় জল উপর বা নিচে প্রবেশ করতে পারে না।

ফলে দুই অপ্রবেশ্য স্তরের মাঝখানে একটি প্রবেশ্য স্তর অধিক চাপে জল জমা থাকে। জলবাহী প্রবেশ্যস্তরের অবস্থাকে বলে আর্টেজীয় অবস্থা

এই অবস্থায় জল অত্যধিক চাপের ফলে অপ্রবেশ্য শিলার দুর্বল অংশ দিয়ে আপনা আপনি নিজ হতে ভূপৃষ্ঠে ফোয়ারার মতো নির্গত হতে থাকে। একে বলে আর্টেজীয় প্রস্রবণ

আর ভূপৃষ্ঠ থেকে প্রবেশ্য স্তর পর্যন্ত যদি কূপ খনন করা হয় জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য কূপের মুখ দিয়ে তীব্র বেগে জল আপনা আপনি বের হতে থাকবে। এই ধরনের কূপকে আর্টেজীয় কূপ বলে।

আর্টেজীয় কূপ সৃষ্টির শর্ত

আর্টেজীয় কূপ সৃষ্টির কয়েকটি শর্ত আছে। যেমন-

১) শিলাস্তরের বিশেষ ভূতাত্ত্বিক গঠন। যথা
দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তরের অবস্থান।

২) প্রস্রবণ ছিদ্র মুখের ঊর্ধ্বে তথা যে পথ দিয়ে সঞ্চিত জলরাশি নির্গত হবে তার ঊর্ধ্বে যেন জল চাপ তলের অবস্থান হয়।

৩) বৃষ্টিপাত, তুষারপাত অঞ্চলে যেন প্রবেশ্য স্তরের উন্মুক্ত ভাগ অবস্থান করে।

আর্টেজীয় কূপের উদাহরণ

অস্ট্রেলিয়া শুষ্ক অঞ্চলে এবং ভারতের তামিলনাড়ুর কাড্ডালোর জেলায়, পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার বীরসিং গ্রামে, উড়িষ্যার বালেশ্বরে এবং রাজ্যস্থানের উদয়পুর, আজমির, জয়পুর প্রকৃতি এলাকায় এই ধরনের আর্টেজীয় কূপের অস্তিত্ব পাওয়া যায়।

আর্টেজীয় কূপ এর চিত্র Diagram of artesian well
আর্টেজীয় কূপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *