ড্রামলিন ও রসে মতানে মধ্যে পার্থক্য

ড্রামলিন ও রসে মতানের মধ্যে পার্থক্য গুলি হল-

বিষয়ড্রামলিনরসে মতানে
সংজ্ঞাহিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট দীর্ঘায়িত উল্টানো নৌকা বা চামচের আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে ড্রামলিন বলেপার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একদিকে মসৃণ ও অপর দিকে অসমতল ভূমিরূপকে রসে মোতানে বলে।
উৎপত্তিহিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন গঠিত হয়।হিমবাহের ক্ষয়কার্যের ফলে রসে মতনে গঠিত হয়।
অবস্থানড্রামলিন সাধারণত পর্বতের পাদদেশে দেখা যায়।রসে মতানে সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়।
আকৃতিউল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ি বা চামচের মত দেখতে হয় এই ভূমিরূপ।শায়িত ভেড়ার মতো দেখতে বলে একে Sheep Rock ও বলে।
গঠনড্রামলিন শিলাখণ্ড, নুড়ি , কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে সঞ্চিত হয় গঠিত হয়।কঠিন শিলাস্তর দ্বারা রসে মতানে গঠিত হয়।
বৈশিষ্ট্যড্রামলিনের হিমবাহ প্রবাহের দিকটা অমসৃণ এবং বিপরীত দিকটা মসৃণ হয়।এই ভূমিরূপের হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ এবং বিপরীত দিকটি অসমতল হয়ে থাকে।
উচ্চতাউচ্চতা সাধারণত 15 থেকে 20 meter হয়ে থাকে।উচ্চতা সাধারণত 30 থেকে 50 meter পর্যন্ত হয়ে থাকে
সংখ্যাঅসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করে। রসে মোতানে সাধারণত এককভাবে অবস্থান করে।
উদাহরণউত্তর আমেরিকার উত্তরাঞ্চল, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে বহু ড্রামলিন দেখা যায়।কাশ্মীর উপত্যকায় ঝিলামের উপনদী লিডার নদী উপত্যকায় এই প্রকার ভূমিরূপ দেখা যায়।
চিত্রড্রামলিন চিত্র - ছবিরসে মোতানে কাকে বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *