ড্রামলিন ও রসে মতানের মধ্যে পার্থক্য গুলি হল-
বিষয় | ড্রামলিন | রসে মতানে |
সংজ্ঞা | হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট দীর্ঘায়িত উল্টানো নৌকা বা চামচের আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে ড্রামলিন বলে | পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একদিকে মসৃণ ও অপর দিকে অসমতল ভূমিরূপকে রসে মোতানে বলে। |
উৎপত্তি | হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন গঠিত হয়। | হিমবাহের ক্ষয়কার্যের ফলে রসে মতনে গঠিত হয়। |
অবস্থান | ড্রামলিন সাধারণত পর্বতের পাদদেশে দেখা যায়। | রসে মতানে সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। |
আকৃতি | উল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ি বা চামচের মত দেখতে হয় এই ভূমিরূপ। | শায়িত ভেড়ার মতো দেখতে বলে একে Sheep Rock ও বলে। |
গঠন | ড্রামলিন শিলাখণ্ড, নুড়ি , কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে সঞ্চিত হয় গঠিত হয়। | কঠিন শিলাস্তর দ্বারা রসে মতানে গঠিত হয়। |
বৈশিষ্ট্য | ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিকটা অমসৃণ এবং বিপরীত দিকটা মসৃণ হয়। | এই ভূমিরূপের হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ এবং বিপরীত দিকটি অসমতল হয়ে থাকে। |
উচ্চতা | উচ্চতা সাধারণত 15 থেকে 20 meter হয়ে থাকে। | উচ্চতা সাধারণত 30 থেকে 50 meter পর্যন্ত হয়ে থাকে |
সংখ্যা | অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করে। | রসে মোতানে সাধারণত এককভাবে অবস্থান করে। |
উদাহরণ | উত্তর আমেরিকার উত্তরাঞ্চল, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে বহু ড্রামলিন দেখা যায়। | কাশ্মীর উপত্যকায় ঝিলামের উপনদী লিডার নদী উপত্যকায় এই প্রকার ভূমিরূপ দেখা যায়। |
চিত্র | ![]() | ![]() |