ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য

ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্যগুলি হল-

বিষয়পূর্ব উপকূলপশ্চিম উপকূল
বিস্তৃতিপূর্ব উপকূল সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু হয়ে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত।পশ্চিম উপকূল গুজরাটের কচ্ছের রন থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃ।
সৃষ্টির পক্রিয়াভারতের পূর্ব উপকূল সমুদ্র ও নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে।ভারতের পশ্চিম উপকূল ভূ-আন্দোলনজনিত অবনমন ও সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে।
অবস্থানভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল বরাবর পূর্ব উপকূল অবস্থান করেছ।ভারতের গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা বরাবর পশ্চিম উপকূল অবস্থান করে।
বিস্তারভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূল উপেক্ষা চওড়া, গড় বিস্তার ১০০ কিমি ও মৃদু ঢাল যুক্ত।পশ্চিম উপকূল পূর্ব উপকূল অপেক্ষা সংকীর্ণ, গড় বিস্তার ৬৫ কিমি ও অত্যধিক ঢাল যুক্ত।
উচ্চতাসমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলের উচ্চতা কম।সমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলের উচ্চতা অনেকটা বেশি।
হ্রদ ও বালিয়াড়িপূর্ব উপকূলে হ্রদ ও উপহ্রদের সংখ্যা কম, কিন্তু বালিয়াড়ি সংখ্যা বেশি।পশ্চিম উপকূলে হ্রদ বা উপহ্রদের সংখ্যা বেশি, কিন্তু বালিয়াড়ির সংখ্যা কম, কেবলমাত্র দক্ষিণ অংশে বালিয়াড়ি দেখা যায়।
প্রবাহিত নদী এই উপকূল সমভূমির উপর দিয়ে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে।এই উপকূল সমভূমির উপর দিয়ে নেত্রাবতী, সারাবতী, নর্মদা, তাপ্তি প্রবাহিত হয়েছে।
ব-দ্বীপ সংখ্যাএই উপকূলের নদীগুলি বিশাল বিশাল ব-দ্বীপ গঠন করেছেন।এই উপকূলের নদী গুলির কোন ব-দ্বীপ নেই।
বন্দরের সংখ্যা ভারতের পূর্ব উপকূল কম ভগ্ন হওয়ায় স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা কম।ভারতের পশ্চিম উপকূল বেশি ভগ্ন হওয়ায় স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা বেশি।
চিত্রভারতের পূর্ব উপকূল East coast of Indiaভারতের পশ্চিম উপকূল West coast of India
ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল পার্থক্য Difference between East Coast and West Coast of India in Bengali
ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *