ইনসেলবার্জ ও মোনাডনক এর পার্থক্য

ইনসেলবার্জ ও মোনাডনক এর মধ্যে পার্থক্যগুলি হল-

ইনসেলবার্জ মোনাডনক
সংজ্ঞামরু অঞ্চলে অপেক্ষাকৃত কঠিন শিলাস্তর কম ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিভাগ থেকে উঁচুতে ক্ষয়জাত পর্বত বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের ইনসেলবার্জ (Inselberg) বলে।তরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত কম ক্ষয়প্রাপ্ত টিবির মতো আকৃতি বিশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে।
সৃষ্টির প্রক্রিয়াইনসেলবার্জ বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়।মূলত নদীর ক্ষয় প্রক্রিয়ার ফলে মোনাডনকের সৃষ্টি হয়।
জলবায়ু অঞ্চলইনসেলবার্জ শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে।আর্দ্র কান্তীয় ও উপক্রান্তীয় কিংবা নাতিশীতোষ্ণ অঞ্চলেও মোনাডনক গড়ে ওঠে।
আকৃতিইহা শঙ্কুর আকৃতির হয়ে থাকে, শিরোদেশ গোলাকার পার্শ্বদেশ খাড়াই হয়।ইহা গম্বুজ আকৃতির হয়, উপরিভাগ গোলাকার এবং পার্শ্বদেশ খাড়াই হয়।
উচ্চতাএর উচ্চতা মোনাডনকের  তুলনায় বেশি হয়।এর উচ্চতা ইনসেলবার্জের তুলনায় কম হয়।
চিত্রDifference between inselberg and monadnock ইনসেলবার্জ ও মোনাডনক এর পার্থক্যDifference Between Monadonic and Inselberg মোনাডনক ও ইনসেলবার্জ এর পার্থক্য
উদাহরণদক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ও অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ পরিলক্ষিত হয়।ছোটনাগপুর মালভূমির পরেশনাথ, পাঞ্চেৎ প্রভৃতি পাহাড় মোনাডনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *