ইনসেলবার্জ ও মোনাডনক এর মধ্যে পার্থক্যগুলি হল-
ইনসেলবার্জ | মোনাডনক | |
সংজ্ঞা | মরু অঞ্চলে অপেক্ষাকৃত কঠিন শিলাস্তর কম ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিভাগ থেকে উঁচুতে ক্ষয়জাত পর্বত বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের ইনসেলবার্জ (Inselberg) বলে। | তরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত কম ক্ষয়প্রাপ্ত টিবির মতো আকৃতি বিশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে। |
সৃষ্টির প্রক্রিয়া | ইনসেলবার্জ বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়। | মূলত নদীর ক্ষয় প্রক্রিয়ার ফলে মোনাডনকের সৃষ্টি হয়। |
জলবায়ু অঞ্চল | ইনসেলবার্জ শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে। | আর্দ্র কান্তীয় ও উপক্রান্তীয় কিংবা নাতিশীতোষ্ণ অঞ্চলেও মোনাডনক গড়ে ওঠে। |
আকৃতি | ইহা শঙ্কুর আকৃতির হয়ে থাকে, শিরোদেশ গোলাকার পার্শ্বদেশ খাড়াই হয়। | ইহা গম্বুজ আকৃতির হয়, উপরিভাগ গোলাকার এবং পার্শ্বদেশ খাড়াই হয়। |
উচ্চতা | এর উচ্চতা মোনাডনকের তুলনায় বেশি হয়। | এর উচ্চতা ইনসেলবার্জের তুলনায় কম হয়। |
চিত্র | ||
উদাহরণ | দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ও অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ পরিলক্ষিত হয়। | ছোটনাগপুর মালভূমির পরেশনাথ, পাঞ্চেৎ প্রভৃতি পাহাড় মোনাডনক। |