লাভা ও ম্যাগমা পার্থক্য

লাভা ও ম্যাগমা -এর মধ্যে পার্থক্যগুলি হল-

বিষয়লাভা (Lava)ম্যাগমা (Magma)
সংজ্ঞাভূ-অভ্যন্তরের উত্তপ্ত তরল ধাতব পদার্থ অগ্নুৎপাতের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে ভূপৃষ্ঠের উপর নির্গত হয় তাকে লাভা বলে।ভূ-অভ্যন্তরে সঞ্চিত তরল ধাতব পদার্থ বা আগ্নেয় পদার্থকে ম্যাগমা বলে।
অবস্থানলাভা আগ্নেয়গিরির ছিদ্রপথ দিয়ে ভূপৃষ্ঠের ওপর অবস্থান করে।ম্যাগমা সান্ধ্র অবস্থায় ম্যাগমা চেম্বারের মধ্যে প্রবল চাপের মধ্যে অবস্থান করে।
অবস্থাম্যাগমার পরবর্তী অবস্থা হল লাভা।লাভার পূর্ববর্তী অবস্থা হল ম্যাগমা।
ঘনত্বলাভার ঘনত্ব কম।ম্যাগমার ঘনত্ব বেশি।
প্রবাহভূপৃষ্ঠে লাভার প্রবাহ দেখা যায়।ভূগর্ভে ম্যাগমার পরিচলন স্রোত দেখা যায়।
উত্তাপভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে আসার সময় ম্যাগমা ধীরে ধীরে তাপ হ্রাস করতে থাকে। ফলে লাভার উত্তাপ কম হয়।
ম্যাগমা, ম্যাগমা চেম্বারে প্রবল তাপ ও চাপের মধ্যে অবস্থান করার জন্য ম্যাগমার উত্তাপ অনেক বেশি হয়।
ভূমিরূপলাভা ভূপৃষ্ঠে উদগীরণ হয়ে ভূপৃষ্ঠে নিঃসারী ভূমিরূপ সৃষ্টি করে।ম্যাগমা ভূ অভ্যন্তরে জমা হয় উদবেধী ভূমিরূপ সৃষ্টি করে।
শিলা গঠনলাভা সূক্ষ্ম দানাযুক্ত নিঃসারী শিলা গঠন করে।ম্যাগমা বৃহৎ দানাযুক্ত উদবেধী শিলা গঠন করে।
লাভা ও ম্যাগমা পার্থক্য ও চিত্র
লাভা ও ম্যাগমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *