লাভা ও ম্যাগমা -এর মধ্যে পার্থক্যগুলি হল-
বিষয় | লাভা (Lava) | ম্যাগমা (Magma) |
সংজ্ঞা | ভূ-অভ্যন্তরের উত্তপ্ত তরল ধাতব পদার্থ অগ্নুৎপাতের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে ভূপৃষ্ঠের উপর নির্গত হয় তাকে লাভা বলে। | ভূ-অভ্যন্তরে সঞ্চিত তরল ধাতব পদার্থ বা আগ্নেয় পদার্থকে ম্যাগমা বলে। |
অবস্থান | লাভা আগ্নেয়গিরির ছিদ্রপথ দিয়ে ভূপৃষ্ঠের ওপর অবস্থান করে। | ম্যাগমা সান্ধ্র অবস্থায় ম্যাগমা চেম্বারের মধ্যে প্রবল চাপের মধ্যে অবস্থান করে। |
অবস্থা | ম্যাগমার পরবর্তী অবস্থা হল লাভা। | লাভার পূর্ববর্তী অবস্থা হল ম্যাগমা। |
ঘনত্ব | লাভার ঘনত্ব কম। | ম্যাগমার ঘনত্ব বেশি। |
প্রবাহ | ভূপৃষ্ঠে লাভার প্রবাহ দেখা যায়। | ভূগর্ভে ম্যাগমার পরিচলন স্রোত দেখা যায়। |
উত্তাপ | ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে আসার সময় ম্যাগমা ধীরে ধীরে তাপ হ্রাস করতে থাকে। ফলে লাভার উত্তাপ কম হয়। | ম্যাগমা, ম্যাগমা চেম্বারে প্রবল তাপ ও চাপের মধ্যে অবস্থান করার জন্য ম্যাগমার উত্তাপ অনেক বেশি হয়। |
ভূমিরূপ | লাভা ভূপৃষ্ঠে উদগীরণ হয়ে ভূপৃষ্ঠে নিঃসারী ভূমিরূপ সৃষ্টি করে। | ম্যাগমা ভূ অভ্যন্তরে জমা হয় উদবেধী ভূমিরূপ সৃষ্টি করে। |
শিলা গঠন | লাভা সূক্ষ্ম দানাযুক্ত নিঃসারী শিলা গঠন করে। | ম্যাগমা বৃহৎ দানাযুক্ত উদবেধী শিলা গঠন করে। |