মাইটোসিস ও মিয়োসিস এর পার্থক্য

মাইটোসিস ও মিয়োসিস এর পার্থক্যগুলি হল-

বিষয়মাইটোসিসমিয়োসিস
স্থানমাইটোসিস দেহ মাতৃকোষে সংঘটিত হয়।মিয়োসিস জনন মাতৃকোষ রেনু মাতৃকোষ এবং কখনো কখনো ভ্রুণানুতে সংঘটিত হয়।
কোষের প্রকৃতিএই প্রকার কোষ বিভাজন হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড কোষে ঘটে।এই প্রকার কোষ বিভাজন সর্বদা ডিপ্লয়েড কোষে ঘটে।
নিউক্লিয়াস ও  সাইটোপ্লাজমের বিভাজন সংখ্যামাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম  একবার মাত্র বিভাজিত হয়।মিয়োসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়।
অপত্য কোষের সংখ্যাঅপত্য কোষের সংখ্যা দুটি।অপত্য কোষের সংখ্যা চারটি।
অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যমাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ কোষের সমান হয়।মিয়োসিস কোষ বিভাজনে অপত্য  কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়।
ইন্টারফেজ দশামাইটোসিস কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশা থাকে।মিয়োসিস-I এর পূর্বে ইন্টারফেজ দশা থাকলেও মিয়োসিস-II এর পূর্বে ইন্টার পেজ নাও থাকতে পারে।
বিভাজনের জটিলতামাইটোসিস বিভাজন তুলনামূলক ভাবে সরল প্রকৃতির।মিয়োসিস বিভাজন যথেষ্ট জটিল প্রকৃতির হয়।
বিভাজনের দীর্ঘতাএই বিভাজন তুলনামূলকভাবে দ্রুত হয়।এই বিভাজন সম্পন্ন হতে অপেক্ষা বেশি সময় লাগে।
বিভাজনের প্রকৃতিএই প্রকার বিভাজন সর্বদাই সম বিভাজন।মিয়োসিস-I হ্রাস বিভাজন কিন্তু মিয়োসিস-II হল সম বিভাজন।
 সমসংস্থ ক্রোমোজোমের জোড় গঠনমাইটোসিসে সমসংস্থ ক্রোমোজোমের জোড় গঠিত হয় না।মিয়োসিসে সমসংস্থ ক্রোমোজোমের জোড় গঠিত হয়।
কাজকোষের সংখ্যা বৃদ্ধি, ক্ষতস্থান নিরাময় দেহের সামগ্রিক বৃদ্ধি।প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা এবং নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটিয়ে বিবর্তনে সাহায্য করা।
বিভাজনের সরল রূপ মাইটোসিস বিভাজন - Mitosis Cell Divisionমিয়োসিস বিভাজন - Meiosis Cell Division

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *