ভারতে ধান চাষের সমস্যা ও সমাধান আলোচনা কর

ধান উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করলেও ভারতের ধান উৎপাদনের কিছু সমস্যা বিদ্যমান।

সমস্যা:

১) ভারতে ধান চাষের প্রধান সমস্যা হিসেবে FAO (Food and Agriculture Organization) -এর পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে এখানে হেক্টর প্রতি ধানের উৎপাদন খুব কম।

পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের হেক্টর প্রতি উৎপাদন মাত্র 2051 কেজি যেখানে USA ও অস্ট্রেলিয়া হেক্টর প্রতি উৎপাদন যথাক্রমে 6860 কেজি ও 6788 কেজি।

২) ভারতের অধিকাংশ অঞ্চলেই ধান চাষ বহুরাংশ বৃষ্টি নির্ভর।
এক্ষেত্রে মৌসুমী বৃষ্টির ও নিশ্চিত চরিত্র এছাড়া বন্যা করা প্রভৃতি অশুভ প্রভাব বিস্তার করে।

৩) এখানকার ক্ষেতগুলি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট ও প্রান্তিক চরিত্রের জন্য হেক্টর প্রতি উৎপাদন কম।

তাছাড়া ভূমি সংস্কার ও এখানে যথার্থ কার্যকর হতে পারেনি।

৪) সবুজ বিপ্লবের প্রভাব প্রতিটি অঞ্চলের উপর সমানভাবে না পড়ায় ভারতে ধানের উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পায়নি।

৫) মূলধন, বিনিয়োগ, পরিবহনের দুর্বলতা ভারতে ধান চাষের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

৬) সর্বোপরি ভারতের দুর্বল কৃষি কাঠামো যেমন কৃষিক্ষেত্রে উন্নত ধরনের যন্ত্রপাতি- ট্রাক্টর, হারভেস্টার প্রকৃতি স্বল্প ব্যবহার, উন্নত মানের ধানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক পদার্থের উপযুক্ত মাত্রায় প্রয়োগের অভাব ভারতের সীমিত উৎপাদনের জন্য দায়ী।

সমাধান:

তবে বর্তমানে আধুনিক কথায় ধান চাষে প্রবর্তন করায় ধানের উৎপাদন পূর্বে তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ধানের উৎপাদন বৃদ্ধির জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে-

১) Indian Council of Agriculture Research উন্নতমানের বীজ ও কৃষি প্রযুক্তি ব্যবহার করে ধানের উৎপাদনকে বাণিজ্য ভিত্তি করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২) কৃষি ক্ষেত্রে দুর্বল পরিকাঠামোকে সবল করে তোলার উদ্দেশ্যে জলসেচ, পরিবহন শক্তির উপর গুরুত্ব আরোপ করায় অন্যান্য ফসলের ন্যায় ধানের উৎপাদনও লাভজনক হয়েছে।

৩) 1985 সালে National Wasteland Development Board এর মাধ্যমে ও ব্যবহৃত জমিকে চাষের আওতায় আনা হয়েছে।

৪) যান্ত্রিক কৃষি পদ্ধতি রূপায়ণের চেষ্টা শস্য বীমা চালু করা উৎপাদন বর্ধক কৌশল ব্যবহার করা হয়েছে, যা ধানের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *