প্রত্যহ একই সময় জোয়ার ভাটা হয় না কেন

প্রশ্নঃ প্রত্যহ একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন?
প্রশ্নঃ কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ে ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন?
প্রশ্নঃ জোয়ার ভাটার সময় ব্যবধান চিত্রসহ ব্যাখ্যা কর-

  • পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টিতে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি কার্যকরী হয়।
  • পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তনের সময়কাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা
  • চাঁদ নিজ কক্ষে পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে পূর্ণ পরিক্রম করতে সময় নেয় 27 1/3 দিন। সুতরাং পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে রয়েছে, প্রায় 24 ঘন্টা পর সেই অংশ আবার ফিরে আসবে।
  • কিন্তু চাঁদ এই সময়ে কক্ষপথে প্রায় (360÷27 1/3 দিন= 13°10′) 13°10′ কৌণিক দূরত্ব অতিক্রম করে।
    ফলে, ওই অংশটি পুনরায় চাঁদের সম্মুখীন হতে পৃথিবীর আরও 13°10′ পথ অতিক্রম করতে হয়। এর জন্য 13°10′ × 4 মিনিট (পৃথিবীর 1° ও 1′ পথ অতিক্রম করতে 4 মিনিট ও 4 সেকেন্ড সময় লাগে) = 52 মিনিট 40 সেকেন্ড সময় লাগবে।

তাই এক মুখ্য জোয়ার থেকে পরের মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য হয় ( 24 ঘন্টা + 52 মিনিট 40 সেকেন্ড = 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড) 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড

  • দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান প্রায় 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড

ধরা যাক, কোন স্থানে, সকাল 7 টার সময় মুখ্য জোয়ার ঘটল। ওই স্থানে পুনরায় মুখ্য জোয়ার ঘটবে (7 টা + 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড)=7 টা 52 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ পরের দিন সকাল 7 টা 52 মিনিটে

  • দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড
  • একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান হবে প্রায় 12 ঘন্টা 26 মিনিট 20 সেকেন্ড
  • জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 6 ঘন্টা 13 মিনিট 10 সেকেন্ড
জোয়ার-ভাটার-সময়-ব্যবধান - কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ে ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন - জোয়ার ভাটার সময় ব্যবধান চিত্রসহ ব্যাখ্যা
জোয়ার-ভাটার-সময়-ব্যবধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *