ঝুলন্ত উপত্যকা কাকে বলে

হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ঝুলন্ত উপত্যকা বা Hanging Valley

ঝুলন্ত উপত্যকা (Hanging Valley)

প্রধান হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকার ওপরে উপহিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকাগুলির অবস্থানকে ঝুলন্ত উপত্যকা বলে।

উৎপত্তি

প্রধান হিমবাহের সঙ্গে যখন ছোট ছোট কয়েকটি উপহিমবাহ বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয়, তখন ছোট বড় সব হিমবাহই ক্ষয় কার্যের দ্বারা পৃথক পৃথক উপত্যকা গঠন করে।

স্বাভাবিকভাবেই প্রধান হিমবাহের বরফের পরিমাণ বেশি থাকার দরুন তার ক্ষয় করার ক্ষমতা বেশি হয়, তাই প্রধান হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকাটি উপহিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকাগুলির থেকে বেশি গভীর, বড় খুব চওড়া হয়।

এমত অবস্থায় হিমবাহ সরে গেলে উপহিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে মনে হয়। এই রূপ উপহিমবাহগুলির উপত্যকাগুলিকে বলা হয় ঝুলন্ত উপত্যকা।

  • ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়।

উদাহরণ

উত্তরাখণ্ড রাজ্যের বদ্রিনাথের নিকট ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার প্রকৃষ্ট উদাহরণ।

উত্তর আমেরিকার ইয়োসেমিতি ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত মারসেদ নদী নেভেদা জলপ্রপাত সৃষ্টি করেছে।

ঝুলন্ত উপত্যকা কাকে বলে - ঝুলন্ত উপত্যকা চিত্র - Hanging Valley
ঝুলন্ত উপত্যকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *