বর্তমান জিরাফের প্রসঙ্গে ল্যামার্ক ও ডারউইনের মতবাদ

  • বর্তমান বা লম্বা গলা জিরাফের আবির্ভাব প্রসঙ্গে ল্যামার্ক ও ডারউইনের মতবাদ-
ল্যামার্কের মতবাদডারউইনের মতবাদ
ল্যামার্কের মতে জিরাফের পূর্বপুরুষেরা ছিল ছোট গলা যুক্ত। উঁচু গাছ থেকে কচি পাতা খাবার জন্য ক্রমাগত চেষ্টার ফলে তাদের গলা লম্বা হতে থাকে।ডারউইনের মতে জিরাফের পূর্বপুরুষদের গলা ছিল নানা রকম দৈর্ঘ্যের। এই প্রকরণ তারা উত্তরাধিকার সূত্রে লাভ করেছিল।
উঁচু গাছ থেকে কচি পাতা খাবার এই প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয় এবং আরো উঁচু ডালের পাতা খাবার প্রবণতা বাড়ে। এর ফলে জিরাফের গলা আরো লম্বা হয়। নানারকম দৈর্ঘ্যের গলা বিশিষ্ট জিরাফদের মধ্যে লম্বা গলা বৈশিষ্ট্যটি প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হয়। 
 বংশ পরম্পরায় ক্রমশ গলা লম্বা হবার কারণে বর্তমানে লম্বা গলা বিশিষ্ট জিরাফের উৎপত্তি ঘটেছে। প্রাকৃতিক নির্বাচন ও বংশ পরম্পরায় প্রকরণ বা প্রভেদের মাধ্যমে বর্তমানে লম্বা গলা জিরাফের উৎপত্তি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *