মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা

একই প্রজাতির দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে জনন সম্পাদিত হলে তাকে বলে দ্বিসংকর জনন।

বিজ্ঞানী মেন্ডেল  দ্বিসংকর জননের পরীক্ষার জন্য মটর গাছকেই নির্বাচন করেছিলেন। তিনি এখানে মটর গাছের দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটি করেন।

উদ্ভিদের দ্বিসংকর জনন

মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষার জন্য বিশুদ্ধ হলুদ রঙের গোল বীজ বিশিষ্ট মটর গাছের (YYRR) এবং বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছ (yyrr) নির্বাচন করেন।

এরপর যেকোনো একটি মটর গাছের ফুলের পুংকেশর গুলি বিচ্ছিন্ন করে স্ত্রী ফুলে পরিণত করেন। তারপর অপর উদ্ভিদের পরাগরেণু কৃত্রিমভাবে স্ত্রী ফুলে স্থানান্তরিত করে ইতর পরাগ যোগ ঘটান।

প্রথম অপত্য জনু

পরাগ যোগের ফলে অর্থাৎ সংকরায়নের ফলে জনিত জনু (P) থেকে উদ্ভূত প্রথম অপত্য জনুর (F1) সমস্ত মটর গাছগুলি হলুদ রঙের গোলাকার বীজযুক্ত হয় (YyRr) । যেহেতু হলুদ রঙের জন্য R জিন সবুজ রঙের জন্য r জিনের ওপর প্রকট, অপরদিকে গোলাকারের জন্য Y জিন কুঞ্চিত y জিনের উপর প্রকট।

দ্বিতীয় অপত্য জনু

মেন্ডেল F1 জনুতে উৎপন্ন মটর গাছগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘাটালেন। ফলে দ্বিতীয় অপত জনুতে (F2) নির্দিষ্ট অনুপাতে চার প্রকার বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ দেখতে পান।

উৎপন্ন চার প্রকার বৈশিষ্ট্য যুক্ত মটর গাছের মধ্যে প্রায় 9 ভাগ হলুদ ও গোলাকার 3 ভাগ হলুদ ও কুঞ্চিত 3 ভাগ সবুজ ও গোলাকার এবং 1 ভাগ সবুজ ও কুঞ্চিত বীজ যুক্ত মোটর গাছ। অর্থাৎ অপত্য উদ্ভিদে বৈশিষ্ট্য গুলি 9 : 3 : 3 : 1 অনুপাতে সঞ্চারিত হয়েছে।

মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষা - দ্বি সংকর জনন পরীক্ষার ছক সহ চেকার বোর্ড - উদ্ভিদ
উদ্ভিদের দ্বি সংকর জনন পরীক্ষার ছক সহ চেকার বোর্ড

ফিনোটাইপিক অনুপাত = 9:3:3:1 (হলুদ গোল : হলুদ কুঞ্চিত : সবুজ গোল : সবুজ কুঞ্চিত)

জিনোটাইপিক অনুপাত = 1:2:2:4:1:2:1:2:1 (YYRR : YYRr : YyRR : YyRr : YYrr : Yyrr: yyRR :  : yyRr : yyrr)

সিদ্ধান্ত

জনিতৃ জীবদেহ থেকে বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বা ফ্যাক্টরগুলি অপত্য
জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও সেগুলি কখনো মিশে যায় না অপত্যের গ্যামেট
গঠনের সময় পরস্পর এর  থেকে  পৃথক হয়ে যায় এবং বৈশিষ্ট্য গুলি অর্থাৎ ফ্যাক্টর গুলি স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।

দ্বিসংকর জননের পরীক্ষার সাহায্যে মেন্ডেল বংশগতির  দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রের (Law of independent assortment) প্রবর্তন করেন।

প্রাণীর দ্বিসংকর জনন পরীক্ষা

একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত পুরুষ গিনিপিগের (BBRR) সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত স্ত্রী গিনিপিগের (bbrr) সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে (F1) উৎপন্ন সমস্ত গিনিপিক কালো ও অমসৃণ লোম যুক্ত (BbRr সংকর কালো ও অমসৃণ) হবে। এক্ষেত্রে গিনিপিকের কালো লোমযুক্ত রঙের জন্য দায়ী জিন (B) সাদা লোমযুক্ত রঙের জন্য দায়ী জিনের (b) উপর প্রকট এবং অমসৃন লোমের জন্য দায়ী জিন (R) মসৃণ এর জন্য দায়ী জিনের (r) উপর প্রকট।

প্রথম অপত্য জনুতে  উৎপন্ন গিনিপিকগুলির মধ্যে মিলন ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে (F2) নির্দিষ্ট অনুপাতে চার প্রকার বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের মধ্যে 9 ভাগ কালো অমসৃণ, 3 ভাগ কালো মসৃণ,  3 ভাগ সাদা মসৃণ এবং 1 ভাগ সাদা মসৃণ লোমযুক্ত হবে।

দ্বি সংকর জনন পরীক্ষার ছক সহ চেকার বোর্ড - প্রাণী - Checker board with dihybrid test chart
প্রাণীর দ্বি সংকর জনন পরীক্ষার ছক সহ চেকার বোর্ড

ফিনোটাইপিক অনুপাত = 9:3:3:1 (কালো অমসৃণ : কালো মসৃণ : সাদা অমসৃণ : সাদা মসৃণ)

জিনোটাইপিক অনুপাত = 1:2:2:4:1:2:1:2:1 (BBRR : BBRr : BbRR : BbRr : BBrr : Bbrr : bbRR :  : bbRr : bbrr)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *