মরা কোটাল বা মরা জোয়ার কাকে বলে ও বৈশিষ্ট্য

কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জোয়ারে জলস্ফীতি সাধারণ জোয়ারের চেয়ে কম হয়, একে মরা জোয়ার বা মরা কোটাল বলে।

উৎপত্তি

কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে পরস্পরের সমকোণে অবস্থান করে। এর ফলে চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয়, তার সমকোণ অঞ্চলে সূর্যের আকর্ষণ বল কাজ করায়, জোয়ারের জলস্ফীতি কিছুটা কম প্রাবল্য যুক্ত হয়।

মরা কোটাল কাকে বলে - কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল - চিত্র
কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল
মরা কোটাল কাকে বলে - শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল - চিত্র
শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল

বৈশিষ্ট্য

 1) মরা কোটাল বা মরা জোয়ারে সূর্য ও চাঁদ পৃথিবীর সাপেক্ষে পরস্পর সমকোণে অবস্থান করে।

2) কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই জোয়ার দেখা যায়।

3) মোরা কোটালের জলস্ফীতি সাধারণ জোয়ারের তুলনায় প্রায় 20% কম হয়।

4) চাঁদের আকর্ষণে শ্রেষ্ঠ মুখ্য জোয়ার ও কেন্দ্রাতিক বলে প্রভাবে সৃষ্ট গৌণ জোয়ার উভয়েরই প্রাবল্য কম হয়।

5) জোয়ারের সাথে সাথে ভাটারও তীব্রতা হ্রাস পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *