জলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ

জলের সমোচ্চশীলতা ধর্মকে প্রয়োগ করে বড় বড় শহরে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে।

এর বিভিন্ন ধাপ গুলি হল-

1) কাছাকাছি কোন নদী, জলাশয় বা ভূ গর্ভস্থ থেকে জল পাম্পের সাহায্যে উঁচু একটি বিরাট ট্যাঙ্কে তোলা হয়।

2) সেই জলকে নান বিশুদ্ধকরণ প্রক্রিয়া যেমন- শারীরিক প্রক্রিয়া (পরিস্রাবণ, অধক্ষেপণ, পাতন) এবং জৈব প্রক্রিয়া ও রাসায়নিক প্রক্রিয়ার (ক্লোরিনেশন, সূর্য রশ্মি) মাধ্যমে পানযোগ্য করে তোলা হয়।

3) এরপর জীবাণুমুক্ত পরিশুদ্ধ জল একটা মোটা মেইন পাইপ দিয়ে শহরের সব জায়গার শাখা নলের সাথে যুক্ত করে দেওয়া হয়।

4) মেইন পাইপ থেকে শাখা নল গুলি বাড়ির কল এবং রাস্তার কলের সঙ্গে যুক্ত করে থাকে। ট্যাপের প্যাচ খুললে সমোচ্চ শীলতা ধর্মের জন্য জল জলাধারের সমান উচ্চতায় পৌঁছেতে চায়। ফলে তীব্র বেগে জল কলের খোলা মুখ থেকে বেরিয়ে আসতে থাকে।

5) এই প্রয়োগ নীতির একটাই শর্ত- মূল জলাধার বা ট্যাংকে উচ্চতা শহরের বাড়ির গুলির উচ্চতা থেকে বেশি হতে হবে। গভীরতার ওপরে জলের চাপ নির্ভরশীল, তাই বাড়ি গুলির একতলায় যত জোরে জল পড়বে, দোতালায় বা তিনতলায় জলের বেগের গতি ক্রমান্বয়ে হ্রাস পাবে। 

পাইপ লাইনের দূরত্ব বেড়ে গেলে জলে চাপ কমে যাওয়ায় দূরবর্তী ট্যাবগুলি থেকেও জল পড়ার বেগ হ্রাস পাবে।

শহরে জল সরবরাহ - জলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ
শহরে জল সরবরাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *