নদীর বহনক্ষমতা নির্ভর করে তার গতিবেগ ও জলের পরিমাণের উপর আবার নদীর গতিবেগ, নদীর উপত্যকার ঢালের সঙ্গে সম্পর্কযুক্ত।
কোন নদীর একটি নির্দিষ্ট গতিবেগে ও নির্দিষ্ট জলের পরিমাণে যে পরিমাণ বহনক্ষমতা থাকে, যদি জলের পরিমাণ দুই গুন বৃদ্ধি পায় তবে বহনক্ষমতাও দুই গুণ বৃদ্ধি পাবে।
কিন্তু নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে বহন ক্ষমতা (2)6 বা 64 গুন বৃদ্ধি পাবে। একে নদীর ষষ্ঠঘাতের সূত্র বা Sixth Power Law বলে।
বহনক্ষমতা (C) এবং গতিবেগ (V) নির্দেশিত করা হলে- C ∝ V6 [C= Competence, V= Velocity]