পুঞ্জিত ক্ষয় কাকে বলে । বৈশিষ্ট্য । শ্রেণীবিভাগ । পুঞ্জিত ক্ষয়ের কারণ
পুঞ্জিত ক্ষয় ভূপৃষ্ঠের অংশবিশেষ বা আবহবিকারপ্রাপ্ত শিলাখণ্ড, মৃত্তিকা প্রধানত অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নেমে আসে বা মূল স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর বলা হয়। বৈশিষ্ট্য: ১) অভিকর্ষজ বলের প্রভাবে পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে। ২) এক্ষেত্রে জলের উপস্থিতি পুঞ্জিত ক্ষয়কে ত্বরান্বিত করলেও জল…