বারাসাত বিদ্রোহ । কারণ, ফলাফল ও প্রকৃতি
আঠারো শতকে আরব দেশে ইসলাম শুদ্ধিকরণের উদ্দেশ্যে আব্দুল ওয়াহাব যে ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন, তা ওয়াহাবী আন্দোলন নামে খ্যাত। বাংলায় ওয়াহাবী আন্দোলন আন্দোলনের সূত্রপাত করেন মির নিসার আলী ওরফে তিতুমীর। তিনি মক্কায় হজে গিয়ে ওয়াহাবী নেতা সৈয়দ আহমেদের কাছ থেকে ওয়াহাবী আন্দোলনের আদর্শ গ্রহণ করেন এবং বাংলায় এসে ওয়াহাবী…