ইনসেলবার্জ ও মোনাডনক এর পার্থক্য
ইনসেলবার্জ ও মোনাডনক এর মধ্যে পার্থক্যগুলি হল- ইনসেলবার্জ মোনাডনক সংজ্ঞা মরু অঞ্চলে অপেক্ষাকৃত কঠিন শিলাস্তর কম ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিভাগ থেকে উঁচুতে ক্ষয়জাত পর্বত বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের ইনসেলবার্জ (Inselberg) বলে। তরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত কম ক্ষয়প্রাপ্ত টিবির মতো আকৃতি বিশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে। সৃষ্টির প্রক্রিয়া…