খুৎকাঠি প্রথা কি
ঔপনিবেশিক শাসনের আগে থেকেই ভারতের আদিম জনগোষ্ঠী মুন্ডাদের মধ্যে জমির মালিকানা বিষয়ক একটি বিশেষ প্রথা প্রচলন ছিল। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে তাদের পূর্বপুরুষদের জমি যৌথ মালিকানা ভোগ করতো। একে খুৎকাঠি প্রথা বলা হয়।