ওয়াদি কি বা কাকে বলে
শুষ্ক মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ওয়াদি। উৎপত্তি: শুষ্ক মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টি হলে, জলধারা ঢালু ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয়ে নদী খাতের সৃষ্টি করে। কিন্তু অতিরিক্ত বাষ্পীভবন এবং অধিগ্রহণের দরুন জল দ্রুত শুকিয়ে যায়। চিহ্ন স্বরূপ শুষ্ক নদীখাতগুলি পড়ে থাকে। এইরূপ শুষ্ক নদীখাতগুলিকে…