প্লায়া কি বা প্লায়া হ্রদ কাকে বলে? বৈশিষ্ট্য ও উদাহরণ

স্প্যানিশ শব্দ প্লায়া কথাটির অর্থ ‘তীর‘ বা ‘সৈকত‘।

প্লায়া

মরু অঞ্চলে পর্বত বেষ্টিত উপত্যকার মধ্যভাগে অবনমিত অংশে সৃষ্ট লবণাক্ত হ্রদকে প্লায়া বলে।

উৎপত্তি

মরু অঞ্চলে পর্বত বেষ্টিত উপত্যকার মধ্যভাগে অবনমিত অংশ অবস্থান করলে অথবা প্রবল বায়ু প্রবাহ এক স্থানের বালি অন্য স্থানে অপসারিত করে বৃহৎ গর্ত সৃষ্টি করলে, এক প্রকার কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী গড়ে ওঠে।

সাময়িক জলধারার জল অথবা হঠাৎ বৃষ্টি, পার্বত্য উপত্যকার ওই কেন্দ্রস্থ অবনত ভূমিতে জমা হয়ে বাজাদার সম্মুখ ভাগে প্লায়া হ্রদ গঠন করে।

অনেক সময় ওই অবনমিত অংশ অথবা গর্তগুলি গভীর হয়ে ভূগর্ভস্থ জলস্তরকে স্পর্শ করে।

বৈশিষ্ট্য

১) জলধারার সাথে চারিদিক থেকে লবণ ধুয়ে এই হ্রদে জমা হয় বলে এই হ্রদের জল লবণাক্ত।

২) বছরের অধিকাংশ সময় প্লায়া হ্রদগুলি শুষ্ক থাকে।

৩) জমা জল বাষ্পীভূত হলে এই হ্রদে লবনের ধবধবে স্তর পড়ে থাকতে দেখা যায়। এই স্তর গুলিকে অ্যালকালি ফ্ল্যাট (Alkali Flat) বলা হয়।

৪) এই হ্রদগুলি এক বর্গমিটার থেকে কয়েক বর্গ কিলোমিটার হতে পারে।
যেমন- অস্ট্রেলিয়ার লেক আইরি (Lake Eyre) প্লায়া হ্রদটি 9000 বর্গ কিলোমিটারের থেকেও বেশি।

৫) আমেরিকা যুক্তরাষ্ট্রে এই হ্রদকে বোলসন, আরবে খাবারি, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় প্যান এবং ভারতে ধান্দ নামে পরিচিত।

উদাহরণ

ভারতে রাজস্থানের ‘সম্বর হ্রদ‘, মিশরের ‘কাতার‘ হ্রদ প্লায়ার উদাহরণ।

প্লায়া হ্রদ কাকে বলে - playa lake
প্লায়া হ্রদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *