জীববৈচিত্র্য কী এবং এর প্রকারভেদ

পৃথিবীর ভিন্ন ভিন্ন পরিবেশে অসংখ্য  বিভিন্ন  প্রকার জীব বসবাস করে। এখানে অনেক রকম উদ্ভিদও হতে পারে আবার প্রাণীও হতে পারে। জীবের এই বিভিন্নতাকেই এক কথায় জীববৈচিত্র্য বলে।

জীব বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভারসিটি (Biodiversity) শব্দটি প্রথম প্রচলন করেন ডব্লিউ জি রোজেন (W. G. Rosen, 1985)।

 জীববৈচিত্র্যের সংজ্ঞা

কোন একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে অবস্থিত বিভিন্ন প্রকারের জীবের জিনগত প্রকরণে প্রজাতিগত এবং আন্তপ্রজাতিগত যে বিভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে।

জীববৈচিত্র্যের প্রকারভেদ

জীববৈচিত্র্যকে প্রধানতা তিনটি ভাগে বা স্তরে ভাগ করা হয়।  স্তর গুলি হল-  জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

১. জিনগত বৈচিত্র্য (Genetic Diversity):

একই প্রজাতির মধ্যে জিনের যে সমস্ত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বলে জিনগত বৈচিত্র্য।

জিনগত বৈচিত্র্যের কারণে একই প্রজাতির মধ্যে অনেক রকম জিনগত গোষ্ঠী দেখা যায়। ফলে একই প্রজাতির মধ্যে  উপপ্রজাতি, ব্রিড ও জাতি সৃষ্টি হয়।

যেসব জীবের জিনগত বৈচিত্র্য যত বেশি, তারা পরিবেশের সঙ্গে তত ভালোভাবে অভিযোজিত হতে পারে অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

২. প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity):

কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রকার প্রজাতিকে (আণুবীক্ষণিক জীব, উদ্ভিদ এবং প্রাণী) একসঙ্গে ওই স্থানের প্রজাতিবৈচিত্র্য বলে।

৩. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecological Diversity):

একটি বিস্তীর্ণ অঞ্চলের অন্তর্গত ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন জীব সমূহের যে বৈচিত্র্য দেখা যায় তাকে সামগ্রিকভাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে।

ভৌগোলিক অঞ্চলের উপর নির্ভর করে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে ভিন্ন ভিন্ন প্রকারের উদ্ভিদ এবং প্রাণী অবস্থান করে।

যেমন- বর্ষা অরণ্যের বাস্তুতন্ত্র এবং প্রবাল দ্বীপের বাস্তুতন্ত্র। এই দুই প্রকার বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে পরস্পরের থেকে আলাদা।

  • বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আবার তিন প্রকারের হয়। যথা-  আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য

ক. আলফা বৈচিত্র্য: 

কোন একটি নির্দিষ্ট বাসস্থানে বা অঞ্চলে অবস্থিত জীব গোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্য অর্থাৎ সমস্ত প্রজাতি বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে।

খ.  বিটা বৈচিত্র্য:

একটি নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রের সংলগ্ন বাসস্থানের মধ্যে যে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বিটা বৈচিত্র বলে।

গ. গামা বৈচিত্র্য: 

একটি সমগ্র ভৌগোলিক পরিবেশের ভিন্ন ভিন্ন বাসস্থানে জীবের যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকে গামা বৈচিত্র্য বলে।

জীববৈচিত্র্য - আলফা বৈচিত্র্য - বিটা বৈচিত্র্য - গামা বৈচিত্র্য
জীববৈচিত্র্য (আলফা, বিটা, গামা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *