হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ক্র্যাগ ও টেল বা টিলা ও পুচ্ছ।
ক্র্যাগ ও টেল
হিমবাহের প্রবাহ পথে কোন কঠিন শিলাখান্ডের পিছনে কোন নরম শিলা অবস্থান করলে, হিমবাহের দ্বারা কঠিন ও কোমল শিলায় অসম ক্ষয় কার্য হয়ে থাকে। এর ফলস্বরূপ উচ্চ শিলাখণ্ডযুক্ত অংশটিকে ক্র্যাগ ও ঢালযুক্ত শিলা স্তরকে টেল বলে।
উৎপত্তি
হিমবাহের গতিপথে কোন কঠিন শিলাস্তরের পশ্চাতে কোমল শিলা অবস্থান করলে, হিমবাহ আঘাতে কঠিন শিলা কম ক্ষয় প্রাপ্ত হয়ে উঁচু শিলাখণ্ডে পরিণত হয়। কিন্তু তার পিছনের দিকের কোমল শিলাস্তর উঁচু শিলাখণ্ডের দরুন পুরোপুরি ক্ষয় না হয়ে লেজের মত ঢালু হয়ে নেমে আসে।
হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট এই প্রকার ভূমিরূপের উঁচু কঠিন শিলা স্তরটিকে ক্র্যাগ ও ঢাল যুক্ত কোমল শিলারস্তরটিকে টেল বলে।
বৈশিষ্ট্য
i) ক্র্যাগ কঠিন শিলাগঠিত ও টেল কোমল শিলা দ্বারা গঠিত ভূমিরূপ।
ii) ক্র্যাগ খাড়া ঢাল যুক্ত ও টেল মৃদু ঢালযুক্ত হয়ে থাকে।
iii) অনেক সময় ক্র্যাগের ক্ষয়িত উপাদান সঞ্চিত হয়ে টেল গঠন করে।
iv) টেল কয়েক মিটার থেকে 2 কিমি পর্যন্ত দীর্ঘ হতে পারে।
v) টেল ক্র্যাগের সাথে প্রায় 300 -330 কোণে অবস্থান করে।
vi) এই প্রকার ভূমিরূপ হিমবাহের গতিপথের দিক নির্দেশ করে।
উদাহরণ
আমেরিকা যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভেদা পর্বতে ক্র্যাগ ও টেল ভূমিরূপ দেখা যায়।