পাললিক শিলা ও আগ্নেয় শিলা রূপান্তর ঘটার ফলে রুপান্তরিত শিলার সৃষ্টি হয়।
রূপান্তরিত শিলা
আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ ও তাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে এক ধরনের শিলার সৃষ্টি করে, তাকে রূপান্তরিত শিলা বলে।
বিভিন্ন প্রকার রূপান্তরিত শিলার উদাহরণ-
আগ্নেয় শিলা | রূপান্তরিত শিলা |
গ্রানাইট | নাইস বা নিস |
ব্যাসল্ট | অ্যাম্ফিবোলাইট |
অগাইট | হর্নব্লেড |
গ্যাব্রো | সার্পেন্টাইন |
বায়োটাইট | বায়োটাইট সিস্ট |
পাললিক শিলা | রূপান্তরিত শিলা |
বেলেপাথর | কোয়ার্টজাইট |
কাদাপাথর | স্লেট |
চুনাপাথর | মার্বেল |
রূপান্তরিত শিলা | রূপান্তরিত শিলা |
স্লেট | ফিলাইট |
রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য
১) আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় রূপান্তরিত হলে তা খুব স্ফটিক যুক্ত হয়।
২) এই শিলায় কাঠিন্য মাত্রা খুবই বেশি।
৩) এই শিলায় সাধারণত জীবাশ্ম দেখা যায় না।
৪) রূপান্তরের ফলে শিলার মধ্যস্থ খনিজ দ্রব্যগুলি পুনর্ববিন্যাসের ফলে একদিকে চলে আসে বলে খনিজ সম্পদ সংগ্রহে বিশেষ সুবিধা হয়।
৫) এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না।
৬) রূপান্তরিত নাইস শিলার মধ্যে মোটা দাগের স্তর, ফিলাইট শিলার মধ্যে তরঙ্গায়িত স্তর এবং শিস্ট শিলার মধ্যে সূক্ষ্মপাতের বিন্যাস লক্ষ্য করা যায়।
৭) পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হলে, তা আগে থেকে কঠিন ও শক্ত হয়ে পড়ে।
রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ
রূপান্তরিত শিলা কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়-
1) ব্যাপকতা অনুসারে শ্রেণীবিভাগ
2) উৎপত্তি মাধ্যম অনুসারে শ্রেণীবিভাগ
3) রাসায়নিক প্রক্রিয়া অনুসারে শ্রেণীবিভাগ
1) ব্যাপকতা অনুসারে শ্রেণীবিভাগঃ
ব্যাপকতা অনুসারে রূপান্তরিত শিলাকে দুই ভাগে ভাগ করা যায়।
i) ব্যাপকভাবে সৃষ্ট রূপান্তরিত শিলা:
যখন ব্যাপক অঞ্চল জুড়ে শিলার রূপান্তর ঘটে তখন তাকে ব্যাপকভাবে সৃষ্ট রূপান্তরিত শিলা বলে।
- এটি মূলত ভূ আন্দোলনের ফলে সৃষ্ট হয়।
ii) স্থানীয়ভাবে সৃষ্ট রূপান্তরিত শিলা:
যখন ক্ষুদ্র অঞ্চল জুড়ে শিলার রূপান্তর ঘটে তখন তাকে বলা হয় স্থানীয়ভাবে সৃষ্ট রূপান্তরিত শিলা।
2) উৎপত্তির মাধ্যম অনুসারে শ্রেণীবিভাগঃ
উৎপত্তির মাধ্যম অনুসারে এই শিলাকে দুই শ্রেণীতে ভাগ করা যায়-
i) উত্তাপের ফলে সৃষ্ট রূপান্তরিত শিলা:
ভূপৃষ্ঠে অবস্থিত আগ্নেয় ও পাললিক শিলা ভূ- আলোড়নের হলে ভূগর্ভে চলে গেলে সেখানে প্রচন্ড উত্তাপে শিলাগুলি রূপান্তরিত হয়।
উদাহরণ-
- বেলেপাথর থেকে কোয়াটর্জ
- কয়লা থেকে গ্রাফাইট
ii) চাপের ফলে সৃষ্ট রূপান্তরিত শিলা:
ভূপৃষ্ঠের শিলা ভূ- আলোড়নের ফলে ভূগর্ভে চলে গেলে সেখানে শিলা সমূহের উপর উপরের স্তরের গুলির প্রচন্ড চাপে শিলার রূপান্তর ঘটে।
উদাহরণ-
- গ্রানাইট থেকে নাইস
- কাদা পাথর থেকে শিস্ট
3) রাসায়নিক প্রক্রিয়া অনুসারে শ্রেণীবিভাগঃ
বৃষ্টি, নদী, সমুদ্র, ইত্যাদির জল ভূগর্ভে প্রবেশ করে এবং বিভিন্ন খনিজের সাথে মিশে বিভিন্ন রাসায়নিক দ্রবণে পরিণত হয়। এই রাসায়নিক দ্রবণ চাপ ও তাপে শিলা রূপান্তর ঘটাতে সাহায্য করে।