শুষ্ক মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ওয়াদি।
- ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা।
উৎপত্তি:
শুষ্ক মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টি হলে, জলধারা ঢালু ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয়ে নদী খাতের সৃষ্টি করে।
কিন্তু অতিরিক্ত বাষ্পীভবন এবং অধিগ্রহণের দরুন জল দ্রুত শুকিয়ে যায়। চিহ্ন স্বরূপ শুষ্ক নদীখাতগুলি পড়ে থাকে।
এইরূপ শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে।
বৈশিষ্ট্য:
i) ওয়াদি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট হয়ে থাকে।
ii) সাধারণত যে সকল মরুভূমি অঞ্চলে বাৎসরিক ২৫ থেকে ৫০ সেমি বৃষ্টিপাত ঘটে, সেই সকল অঞ্চলে এই প্রকার ভূমিরূপে সৃষ্টি হয়।
iii) শুষ্ক নদীখাতগুলি স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট হয়।
iv) বছরের অধিকাংশ সময়ে নদী খাতগুলি শুষ্ক থাকে।
v) ভারতের থর মরুভূমিতে এই প্রকার ভূমিরূপ কে নালা (Nallah), স্পেনে অ্যারোয় (Arroyo), এবং যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে ওয়াস (Wash)নামে পরিচিত।
উদাহরণ:
আরব মরুভূমিতে এইরকম বহু ওয়াদি পরিলক্ষিত হয়।