জলপ্রপাতের পশ্চাদপসরণ কেন হয়

পার্বত্য প্রবাহে নদীর গতিপথে হঠাৎ ঢালের ব্যাপক পরিবর্তন ঘটলে জলরাশি ওই ঢাল বরাবর উপর থেকে নিচে পতিত হলে তাকে জলপ্রপাত বলে।

কোন কোন সময় জলপ্রপাত বহু ক্ষেত্রে নদীর উৎসের দিকে কালক্রমে পশ্চাদপ্রসরণ করে। এর কারণগুলি হল-

1) কঠিন ও কোমর শিলার অবস্থান

পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে কঠিন শিলা ও কমল শিলা পরপর উপর নিচে অনুভূমিকভাবে অবস্থান করলে, নিম্নে অবস্থিত কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়।
কালক্রমে জলপ্রপাতের প্রবল জলপ্রবাহের দ্বারা নিচের কোমল শিলাস্তর সহজেই ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ফলে ওপরে থাকা কঠিন শিলাস্তরের নিচের অংশ ফাঁকা হতে থাকে এবং অবলম্বনহীন হয়ে পড়ে। এক সময় ভারসাম্য হারিয়ে নিচে ভেঙে পড়ে যায়।
এর ফলে, জলপ্রপাতের পশ্চাদপসরণ ঘটে।

2) প্রপাত কূপের আয়তন বৃদ্ধি

জলপ্রপাতের নিচে সৃষ্ট প্রপাত কূপগুলির আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়। এর ফলে ওপরের অংশ ঝুলতে থাকে এবং একসময় ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে।
এর ফলে, জলপ্রপাতের পশ্চাদপসরণ ঘটে।

উদাহরণ

আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত ক্রমশ পশ্চাদপসরণ করছে।

জলপ্রপাতের পশ্চাদপসরণ কেন হয় - জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ - চিত্র
জলপ্রপাতের পশ্চাদপসরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *