
সিফ বালিয়াড়ি । উৎপত্তি ও বৈশিষ্ট্য
মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল সিফ বালিয়াড়ি। সিফ বালিয়াড়ি মরু অঞ্চলে বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত দীর্ঘ ও সংকীর্ণ বালির শৈলশিরাকে সিফ বালিয়াড়ি বলে। উৎপত্তি ভূবিজ্ঞানী ব্যাগনল্ড -এর মতে বার্খান থেকে সিফ বালিয়াড়ির সৃষ্টি হয়। মরু অঞ্চলে প্রধান বায়ু প্রবাহের সঙ্গে ঋতুভেদে তীর্যকভাবে বায়ু…